Menu
ঢাকা: বাধ্যতামূলক ছুটিতে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলীর সম্পদ খতিয়ে দেখা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত তার কর ফাইল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ জন্য তার সব ব্যাংক হিসাব, আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, কার্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, সঞ্চয়পত্রসহ সব ধরনের হালনাগাদ আর্থিক তথ্যাবলি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চেয়েছে এনবিআর।
সৈয়দ ওয়াসেক মো. আলী যখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডির দায়িত্ব পালন করছিলেন, তখন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১ সেপ্টেম্বর এই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে তা পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে। ২০১৭ সালে সাইফুল আলমের ইসলামী ব্যাংক দখলের সময় আবদুল মান্নানকে জোরপূর্বক তুলে নিয়ে পদত্যাগ করানো হয়।
এদিকে আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে একসময় ব্যবসায়ী গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে চলতি মাসের শুরুতে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।
এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বেশির ভাগ ঋণ নামে-বেনামে তুলে নিয়েছে। ফলে ব্যাংকটি সংকটে রয়েছে। যে কারণে গ্রাহকদের এখন টাকা ফেরত পেতে সমস্যা হচ্ছে।
এএইচ/আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT