• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় এসিআই ফর্মুলেশনস


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৫, ১২:৪৯ পিএম
দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় এসিআই ফর্মুলেশনস

ঢাকা : দেশের শেয়রবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফর্মুলেশনস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (০২ ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানিটি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির  শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৪০ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৭০ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৪ টাকা ৩৪ পয়সা।

এমটিআই

Wordbridge School
Link copied!