• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

গার্ডিয়ান লাইফকে ৬০ দিনের মধ্যে সিইও নিয়োগের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:১২ পিএম
গার্ডিয়ান লাইফকে ৬০ দিনের মধ্যে সিইও নিয়োগের নির্দেশ

ঢাকা : গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিকে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য রাখায় ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।বীমা কোম্পানিটিকে আগামী ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নিয়েছে আইডিআরএ।

জরিমানার টাকা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নামে পে-অর্ডার করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২৭ জানুয়ারি বীমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।

আইডিআরএ বলছে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করে বীমা আইন ২০১০ এর ৮০ ধারা লংঘন করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্স। এই প্রেক্ষিতে কর্তৃপক্ষের ১৭৮তম সভায় বীমা কোম্পানিটির বিষয়ে বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সিদ্ধান্তগুলো হলো-

১. বিগত ১ জানুয়ারি ২০২১ তারিখ হতে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না করায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হলো;

২. আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করতে হবে;

৩. ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা না হলে পুনরায় কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!