Menu
ঢাকা : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ ২০২৪ সালের ব্যবসায় অর্জিত মুনাফার থেকে প্রায় ৯৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুনাফার বাকি ৭ শতাংশ কোম্পানির সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) হিসাবে রেখে দেওয়া হবে।
বৃটিশ আমেরিকান টোব্যাকোর ২০২৪ সালে শেয়ারপ্রতি ৩২.৪২ টাকা হিসাবে ১ হাজার ৭৫০ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৩০ টাকা হিসেবে মোট ১ হাজার ৬২০ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৯২.৫৪ শতাংশ। অর্থাৎ মুনাফার থেকে ১৩০ কোটি ৬৮ লাখ টাকার কম লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) হিসাবে রেখে দেওয়া হবে।
কোম্পানিটির পর্ষদ ওই বছরের ৩০০ শতাংশের মধ্যে অন্তর্বর্তীকালীন হিসেবে ১৫০ শতাংশ বা শেয়ার প্রতি ১৫ টাকা করে ৮১০ কোটি টাকার নগদ লভ্যাংশ প্রদান করে দিয়েছে।
বিএটিবিসির আগের বছরের তুলনায় ২০২৪ সালে ২ শতাংশ ব্যবসায় পতন হয়েছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৩৩.১১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪ সালে হয়েছে ৩২.৪২ টাকা।
এর আগে ২০২৩ সালে বিএটিবিসির শেয়ারপ্রতি ৩৩.১১ টাকা করে নিট ১ হাজার ৭৮৭ কোটি ৮৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। ওই অর্থবছরের জন্য ১০০ শতাংশ হারে ৫৪০ কোটি টাকার লভ্যাংশ দেওয়া হয়েছিল। যা ছিল মুনাফার ৩০.২০ শতাংশ। বাকি ১ হাজার ২৪৭ কোটি ৮৭ লাখ টাকা বা ৬৯.৮০ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হয়েছিল।
উল্লেখ্য বিএটিবিসির বর্তমানে ৫৪০ কোটি টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২৭.০৯ শতাংশ।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT