• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

প্রাইম ব্যাংকের সাথে আর্টনেচার বাংলাদেশের চুক্তি


সংবাদ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:৩৬ পিএম
প্রাইম ব্যাংকের সাথে আর্টনেচার বাংলাদেশের চুক্তি

ঢাকা: শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি-এর সঙ্গে চুক্তি করেছে জাপানিজ প্রতিষ্ঠান আর্টনেচার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি সই করে প্রতিষ্ঠান দুটি। 

চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের জাপান ডেস্ক আর্টনেচার বাংলাদেশ লিমিটেডকে ডিজিটাল ব্যাংকিং সহ সব ধরনের ব্যাংকিং সল্যুশন সরবরাহ করবে।

প্রাইম ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশন, এফআই ও ডিসিএম শামস আবদুল্লাহ মোহাইমীন এবং আর্টনেচার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকানোরি হেজিওয়ারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ট্রানজেকশ ব্যাংকিং বিভাগের ইভিপি ওয়াসিম ইবনে হালিম; জাপান ডেস্কের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট শামা আলী এবং আর্টনেচার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার কোহেই কিতামুরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইএ

Wordbridge School
Link copied!