• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি মার্চ ২, ২০২৫, ০৪:০১ পিএম
জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: জনতা ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় এক হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা।

খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে খুলনা বিভাগের এরিয়া প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। 

এসময় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের বর্তমান সংকট উত্তরণের রোডম্যাপ প্রণয়নসহ লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 

আইএ

Wordbridge School
Link copied!