Menu
ঢাকা: তফসিলি ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণে (সিআরআর) পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আগে দৈনিক সিআরআর সাড়ে ৩ শতাংশ ছিল, এখন তা কমিয়ে ৩ শতাংশ করা হলো।
তফসিলি ব্যাংকগুলোর গ্রাহকের আমানতের একটি অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়। এটিই ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর বা নগদ জমা সংরক্ষণ।
মঙ্গলবার (০৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করেছে। ব্যাংকগুলোকে নগদ অর্থ ব্যবস্থাপনায় সহায়তা করতে এ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, বর্তমানে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের মোট তলবি ও মেয়াদি দায়ের ন্যূনতম ৪ শতাংশ দুই সপ্তাহের গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৩ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা রাখতে হয়।
এতদিন আমানতের বিপরীতে সাড়ে ৩ শতাংশ অর্থ সিআরআর হিসেবে জমা রাখতে হতো। তবে বুধবার থেকে দৈনিক ৩ শতাংশ অর্থ জমা রাখলেই হবে।
এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ ব্যাংক দ্বি-সাপ্তাহিক সিআরআর ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ এবং দৈনিক সিআরআর সাড়ে ৪ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩ শতাংশ করে।
বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপের ফলে ব্যাংকগুলোর বিনিয়োগযোগ্য বা ঋণ দেওয়ার মতো তহবিল বাড়বে।
এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT