• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

বীমা দাবির টাকা দিচ্ছে না ফারইস্ট লাইফ, আইডিআরএ গ্রাহকদের অভিযোগ 


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ৯, ২০২৫, ০৪:৪৭ পিএম
বীমা দাবির টাকা দিচ্ছে না ফারইস্ট লাইফ, আইডিআরএ গ্রাহকদের অভিযোগ 

ঢাকা: বীমা দাবির টাকা না পেয়ে ফারইস্ট লাইফের বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) অভিযোগ করেছেন ফারইস্ট ইসলামি লাইফের চারজন গ্রাহকরা।

সম্পতি নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ এ অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

তাদের মধ্যে রয়েছেন- মো. জাকারিয়া যার পলিসি নাম্বার ৫৫৫০৩৩০০৪১২। ছাবেকুন নাহার, পলিসি নাম্বার ৫৫৫০৪৩০০২০৩২। শামসুন্নাহার বেগম, পলিসি নাম্বার ০৯২২০০৫৯৬৪। ইসমত আরা বেগম, পলিসি নাম্বার ০৯২২০০৬৪৯৩।

অভিযোগে বলা হয়েছে, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে তারা পলিসি করেন। তাদের পলিসির মেয়াদোত্তীর্ণ হয়েছে দীর্ঘদিন। তারপর থেকে অনেক ঘুরেও টাকা পাননি। বর্তমানে তাদের পরিবারিক সমস্যার কারণে পলিসির টাকাটা খুবই প্রয়োজন। এমতাবস্থায় মেয়াদোত্তীর্ণ পলিসির টাকা দ্রুত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইডিআরএর হস্তক্ষেপ কামনা করছেন।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!