Menu
ফাইল ছবি
ঢাকা: নিবন্ধন সনদ নবায়ন না করে আইন লঙ্ঘন করেছে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড। কোম্পানি দুইটি চলতি বছর নিবন্ধন সনদ নবায়নের আবেদন দাখিল করেনি।
জীবন বিমা কোম্পানি দুইটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ পরিচালক আহম্মদ এহসান উল হান্নানের সই করা এ সংক্রান্ত পৃথক দুইটি চিঠি এই দুই কোম্পানি পাঠানো হয়েছে।
বায়ার লাইফকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, বিমা আইন ২০১০ এর ৮ (১) ধারা অনুযায়ী বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত কেউ বিমা ব্যবসা সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং একই আইনের ১১ ধারার বিধান মোতাবেক বিমাকারীকে কোনো বছরের নিবন্ধন নবায়নের আবেদন পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের আগে নিবন্ধন নবায়ন ফি (বিধি দ্বারা নির্ধারিত) দিয়ে আবেদন করতে হয়।
চিঠিতে আরও বলা হয়, কিন্তু আপনার কোম্পানি ২০২৫ সালের জন্য নিবন্ধন সনদ নবায়নের আবেদন এখন পর্যন্ত কর্তৃপক্ষ বরাবর দাখিল করেনি। নিবন্ধন সনদ নবায়ন না করে বিমা ব্যবসা পরিচালনা করা বিমা আইনের সুস্পষ্ট লঙ্ঘন যা আইনত দন্ডনীয়। এ অবস্থায়, ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বিমা আইন ২০১০ এর ৮ ধরার বিধান লঙ্ঘন করে বিমা ব্যবসা পরিচালনা করায় আপনার কোম্পানির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা যথাযথ প্রমাণসহ ব্যাখা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গোল্ডেন লাইফকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, বিমা আইন ২০১০ এর ৮ (১) ধারা অনুযায়ী বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত কেউ বিমা ব্যবসা সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং একই আইনের ১১ ধারার বিধান মোতাবেক বিমাকারীকে কোনো বছরের নিবন্ধন নবায়নের আবেদনের পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের আগে নিবন্ধন নবায়ন ফি (বিধি দ্বারা নির্ধারিত) দিয়ে আবেদন করতে হয়।
ওই চিঠিতে গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেডকে আরও বলা হয়, কিন্তু আপনার কোম্পানি ২০২৫ সালের জন্য নিবন্ধন সনদ নবায়নের আবেদন এখন পর্যন্ত কর্তৃপক্ষ বরাবর দাখিল করেনি। নিবন্ধন সনদ নবায়ন না করে বিমা ব্যবসা পরিচালনা করা বিমা আইনের সুস্পষ্ট লঙ্ঘন যা আইনত দণ্ডনীয়। এ অবস্থায়, ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বিমা আইন ২০১০ এর ৮ ধরার বিধান লঙ্ঘন করে বিমা ব্যবসা পরিচালনা করায় আপনার কোম্পানির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা যথাযথ প্রমাণসহ ব্যাখা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT