• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০

বিএসসির সংশোধিত আর্থিক প্রতিবেদন প্রকাশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২৫, ০৪:৪২ পিএম
বিএসসির সংশোধিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) সংশোধিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম ধাপে গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রকাশিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে হিসাবজনিত ভুল থাকায় তা সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩ টাকা ১৫ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৬ টাকা ৮৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৩ টাকা ৪১ পয়সা।

এআর

Wordbridge School
Link copied!