Menu
ঢাকা: মতিঝিলের একটি কনভেশন সেন্টারে জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন’২৫ বৃহস্পতিবার (২০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম এবং মো. নুরুল আলম, এফসিএমএ, এফসিএ (সিএফও)।
ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে এ বিভাগের এরিয়াপ্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান বলেন, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইতিমধ্যে অনিয়ম-দুর্নীতি কমিয়ে আনা হয়েছে। ঋণ প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান জনতা ব্যাংকের বর্তমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে চলমান আমানত সংগ্রহ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
তিনি সিএমএসএমই ঋণ বিতরণ বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, রেমিটেন্স বৃদ্ধি, শ্রেণিকৃত আদায় এবং অবলোপনকৃত ঋণ হ্রাস ও গ্রাহক সেবার মান উন্নয়নের প্রতি গুরুত্ব দিতে ব্যবস্থাপকসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT