• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৫, ০৯:৩৮ এএম
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

ঢাকা : জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেই প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে। 

সোমবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখমনরসিংদীতে তুচ্ছ ঘটনায় ৪ জনকে কুপিয়ে জখম
 
সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে ডিজেল প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!