Menu
ঢাকা: ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস রোববার (০৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন দিয়ে যাত্রা শুরু হয়েছে। তবে এদিন লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২০৫ পয়েন্টে। যা ঈদের ছুটির আগে বৃহস্পতিবার ৫ পয়েন্ট কমেছিল।
ডিএসইতে ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩১৫ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১০০ কোটি ৪১ লাখ টাকার বা ৩২ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০১ টি বা ২৫.৭০ শতাংশের। আর দর কমেছে ২৬২ টি বা ৬৬.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ৭.৬৩ শতাংশের।
অপরদিকে সিএসইতে রোববার ১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০ টির, কমেছে ৮৪ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৬১ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমেছিল।
এএইচ/আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT