• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

আইপিও সম্পর্কিত আইনের খসড়া সুপারিশের উপর মতামত আহ্বান


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৫, ০৪:১৯ পিএম
আইপিও সম্পর্কিত আইনের খসড়া সুপারিশের উপর মতামত আহ্বান

ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইনের খসড়া সুপারিশের উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ই-মেইল যোগে মতামত প্রেরণ করা যাবে। সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইন’র বিষয়ে ইতোমধ্যে কমিশনের নিকট খসড়া সুপারিশ জমা দিয়েছে। পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’র সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

এরই ধারাবাহিকাতায়, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইন’র বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’র উপর সংশ্লিষ্ট সকলের মতামত আহ্বান করা হচ্ছে। নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মতামত প্রেরণ করা যাবে।

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং সম্পর্কিত আইন’ বিষয়ে টাস্কফোর্স প্রদত্ত সুপারিশের উপর মতামত প্রেরণের জন্য ই-মেইল ঠিকানা: suggestion.iporules@sec.gov.bd

এসআই

Wordbridge School
Link copied!