Menu
ঢাকা: দেশের নন-লাইফ বীমা খাতে ২ হাজার ৬৩৫ কোটি টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে। যা খাতটিতে উত্থাপিত মোট বীমা দাবির ৬৮ শতাংশ। মঙ্গলবার (৮ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
জানা যায়, সরকারি-বেসরকারি ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির পাঠানো ২০২৪ সালের অনিরীক্ষিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। অনিষ্পন্ন বীমা দাবির এই হারকে অস্বাভাবিক বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, বীমা আইনে ৯০ দিনের মধ্যে দাবি নিষ্পত্তির বিধান রাখা হয়েছে। এর অধিক সময় বীমা দাবি অনিষ্পন্ন রাখলে খাতটিতে আরো নেতিবাচক প্রভাব পড়বে।
আইডিআরএ’র প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের নন-লাইফ বীমা খাতে পুঞ্জিভূত অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৩ হাজার ৮৭১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ২৩৭ কোটি ৪০ লাখ টাকা বা ৩২ শতাংশ বীমা দাবি নিষ্পত্তি করা হয় ২০২৪ সালে। এই হিসাবে ২ হাজার ৬৩৫ কোটি টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে। যা খাতটিতে পুঞ্জিভূত অনিষ্পন্ন বীমা দাবির ৬৮ শতাংশ।
প্রতিবেদনের তথ্য মতে, বেসরকারি খাতে সর্বোচ্চ বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্সে। কোম্পানিটির ২৫৭ কোটি ২৯ লাখ টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে, যা ৬৫ শতাংশ। আর শতাংশের হিসাবে এ খাতে সর্বোচ্চ বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে সিকদার ইন্স্যুরেন্সে, ৯৪.৮৩ শতাংশ; কোম্পানিটির মোট অনিষ্পন্ন দাবির পরিমাণ ২৬ কোটি ৯৩ লাখ টাকা।
অপরদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনে অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ ১ হাজার ৪১৭ কোটি টাকা, যা নন-লাইফ বীমা খাতে উত্থাপিত মোট বকেয়া দাবির প্রায় ৫৪ শতাংশ।
এ ছাড়াও উল্লেখযোগ্যভাবে প্রগতি ইন্স্যুরেন্সে ৮৮ কোটি ৭৭ লাখ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্সে ৯৮ কোটি ৯ লাখ টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সে ৮৫ কোটি ৭৪ লাখ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সে ২৭ কোটি ৮০ লাখ টাকা, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সে ৬১ কোটি ৪৬ লাখ টাকা, পিপলস ইন্স্যুরেন্সে ৭৪ কোটি ১২ লাখ টাকা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে ৭১ কোটি ৮৬ লাখ টাকার বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে।
অপরদিকে ২০২৪ সালে একশ’ কোটি টাকার ওপর বীমা দাবি পরিশোধ করেছে ৪টি কোম্পানি।এর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স ১৫৭ কোটি ২ লাখ টাকা; গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স ১৩৯ কোটি ২৭ লাখ টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ১২২ কোটি ৪ লাখ টাকা এবং সাধারণ বীমা করপোরেশন ১৯৫ কোটি ১৩ লাখ টাকার দাবি পরিশোধ করেছে।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT