• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা পেল রাবির শিক্ষার্থীরা


রাবি প্রতিনিধি নভেম্বর ১, ২০২০, ০১:৩২ পিএম
প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা পেল রাবির শিক্ষার্থীরা

রাবি: শিক্ষকদের পর এবার প্রাতিষ্ঠানিক ই-মেইল সুবিধা পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

রোববার (১ নভেস্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

ই-মেইল সংক্রান্ত কমিটির সদস্য ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ জামান এর আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলেন, অফিশিয়াল ইমেইল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। 

প্রথমে emailapp.ru.ac.bd তে সাইনআপ করে আবেদন করতে হবে। সেটি ৭২ ঘন্টার মধ্যে ভেরিভাই হবে। ভেরিভাই সম্পন্ন হলে mail.ru.ac.bd তে ইউজার ও পাসওয়ার্ড এর মাধ্যমে ইমেইল আইডি চালু হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের 'S' এর সাথে নিজ আইডি নাম্বার দিয়ে লগইন করতে হবে।

তিনি আরও জানান, এই ইমেইল সুবিধাটি ছাত্রত্ব শেষ হওয়ার ৬ মাস পর বন্ধ হয়ে যাবে। তবে যদি কোন শিক্ষার্থীর গবেষণা বা বৃত্তির জন্য প্রয়োজন হয় সেক্ষেত্রে তার মেইলের মেয়াদ শর্তসাপেক্ষে বাড়তে পারে।

এদিকে প্রাতিষ্ঠানিক ইমেইলের সুবিধা সম্পর্কে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বাবুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের 'জি সুইট' ক্লাউড বেজ ভিত্তিক ইমেইল প্রদান করেছি। যেটা বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত গুগল এর কিছু ব্যবস্থাপনার সমন্বয়ে তৈরি একটি ওয়েব অ্যাপ্লিকেশান। যেখানে- Gmail, Google Docs, Google Slides, Google Sheet, Google Forms, Google Calendar, and Hangout সুবিধা থাকছে।

শিক্ষার্থীরা অনেক সেবা একসাথে পাবে দাবি করে তিনি বলেন, গুগল ক্লাউডে 'জি সুইট' সকল সক্রিয় ও উৎপাদনশীল অ্যাপ্লিকেশান এর সমন্বিত রুপ। 
যেখানে Docs, Sheets and Slides এর মতো কিছু অসাধারণ বৈশিষ্ট্য সেখানে সমন্বিতভাবে পরিচালনা করা যাবে। এটির সাথে আপনি স্বতঃস্ফূর্তভাবে কোন সমস্যা ছাড়াই চ্যাট, ভিডিও কল এর জন্য গুগল Hangout ব্যবহার করে একত্রে ২৫ জনের সাথে ভিডিও / অডিও কনফারেন্স এ যোগাযোগ করা যাবে।

তিনি বলেন, বিভিন্ন document, spreadsheet, forms, এবং slides, ইত্যাদির যেকোন ডিভাইস থেকে দ্রুত এবং খুব সহজেই আপনার প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারবেন। নিরাপদে ফাইল সংরক্ষণ করে সমস্ত ঝামেলা এড়াতে সুবিধা দিবে এটি। 

এছাড়াও থাকছে গবেষণা ক্ষেত্রে তথ্য হালনাগাদ, গুগল চ্যাটের মাধ্যমে পর্যালোচনা, পছন্দ মতো সদস্য নির্বাচনের এক্সেস ও সর্বাধুনিক নিরাপত্তা। 

শিক্ষার্থীদের জন্য ‘জি সুইট’ গুগল ক্লাউড বেজে আরো থাকছে, ২৪ ঘন্টা সপ্তাহে সাতদিন বিজ্ঞাপন মুক্ত প্লাটফর্মে ৩০ জিবি এসেস, ৯৯.৯৯% আপটাইম এর নিশ্চয়তা। শিক্ষার্থীরা সর্বদা যেকোনো জায়গায় ল্যাপটপ, ট্যাবলেট মোবাইল এর অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় সব কাজ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী,  প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসএস/এসআই

Wordbridge School
Link copied!