• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

পদোন্নতি পাচ্ছেন ৬ হাজার ১৫৫ শিক্ষক (তালিকাসহ)


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২০, ০৪:৩৪ পিএম
পদোন্নতি পাচ্ছেন ৬ হাজার ১৫৫ শিক্ষক (তালিকাসহ)

ঢাকা: ৬ হাজার ১৫৫ জন সহাকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হচ্ছে। এসব শিক্ষকদের অন্তর্ভুক্ত করে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

দীর্ঘদিন ধরে আটকে আছে সরকারি স্কুল শিক্ষকদের পদোন্নতি। নতুন নিয়োগ বিধিমালা অনুসারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হবে বলে ২০১৮ খ্রিষ্টাব্দে জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এদিকে গত বছরের অক্টোবর পর্যন্ত সরকারি স্কুল শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে এনেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু এরপর আইনি জটিলতায় আটকে যায় পদোন্নতি। সম্প্রতি সে জটিলতা কেটেছে। এরপর আবারও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের পদোন্নতির কাজ শুরু করলো।

খসড়া তালিকায় যেসব শিক্ষকদের নামের পাশের মন্তব্য কলামে এসিআর নেই বলে মন্তব্য আছে তাদের এসিআর উপপরিচালকের কাছে রেজিস্ট্রার ডাক যোগে পাঠাতে বলা হয়েছে। এসিআর ছাড়া অন্যকোন ভুল যেমন, নিয়োগ ও যোগদানের তারিখ, জন্ম তারিখ, নিজ জেলা, বিএড পাসের তারিখ সংক্রান্ত আপত্তি থাকলে বা খসড়া তালিকা নাম না থাকলে প্রমাণক কাগজপত্রসহ ইমেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। আর তালিকার কোন শিক্ষক মৃত্যুবরণ করলে বা সাময়িক বরখাস্ত হলে বা চাকরি থেকে অব্যহতি পেলে উপপরিচালকের কাছে জানাতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।  

করোনা পরিস্থিতিতে হাতে হাতে এসিআর পাঠাতে নিরুৎসাহিত করা হয়েছে শিক্ষকদের। 

সোনালীনিউজ পাঠকদের জন্য সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির খসড়া তালিকা তুলে ধরা হল। 

তালিকা দেখতে ক্লিক করুন 

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!