• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিরাট সুখবর পাচ্ছেন একহাজার ৫০০ শিক্ষক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২১, ০৪:৫২ পিএম
বিরাট সুখবর পাচ্ছেন একহাজার ৫০০ শিক্ষক

ঢাকা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অধিগ্রহণকৃত ২৯১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড়হাজার শিক্ষক পদ স্থায়ীকরণের জন্য তথ্য চাওয়া হয়েছে। এসব স্কুলের ২৯১টি প্রধান শিক্ষক পদ ও ১ হাজার ১৬৪টি সহকারী শিক্ষক পদ স্থায়ীকরণ করা হবে।

সম্প্রতি অধিদপ্তর থেকে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এসব পদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, নির্ধারিত ছকে জেলা-উপজেলার নাম উল্লেখ করে স্কুলের নাম, কর্মরত শিক্ষকদের নাম, পদ সংখ্যা, শূন্যপদ ও মন্তব্য অন্তর্ভুক্ত করে আগামী ১০ জানুয়ারি মধ্যে ইমেইলে তথ্য পাঠাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!