ঢাকা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।
আরো পড়ুন : এসএসসি-এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল
এ সংক্রান্ত বিল তিনটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।এদিন জাতীয় সংসদে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি, এইচএসসি এবং সমমানের ফল প্রকাশে পৃথক তিনটি আইন সংশোধনের প্রস্তাব তোলা হয়।
আরো পড়ুন : শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারের ভাবনার কথা জানালেন সচিব
সংসদে বিলটি তোলার সময় দীপু মনি বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আমাদের প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইনে যেহেতু রয়েছে পরীক্ষা পূর্বক ফলাফল প্রকাশ করতে হবে। কিন্তু বৈশ্বিক মহামারি কারণে আমরা এবার পরীক্ষা নিতে পারিনি। বিশেষ পদ্ধতিতে ফলাফল দিতে চাচ্ছি। এজন্য আইনটি সংশোধন প্রয়োজন।
শিক্ষামন্ত্রী আরো জানান, সংসদ থেকে আইনটি পাস করে দিলেই দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ করা হবে।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :