• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রাথমিক শিক্ষকদের দারুণ সুখবর


নিউজ ডেস্ক জানুয়ারি ২৩, ২০২১, ০৮:২৮ পিএম
প্রাথমিক শিক্ষকদের দারুণ সুখবর

ফাইল ফটো

ঢাকা: প্রাথমিক শিক্ষকদের দারুণ সুখবর দিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

আরো পড়ুন : প্রাথমিকের অবসরে যাওয়া শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

অবসরে যাওয়ার পর অফিসের বারান্দায় ঘুরতে ঘুরতে জুতার তলি ক্ষয়ে যাওয়ার গল্প নতুন কিছু নয়। নিয়োগকারী মন্ত্রণালয় বা অধিদফতর থেকে পেনশনের কাগজপত্র চূড়ান্ত করতে দিনের পর দিন ঘুরতে হয় এখনও। এই পরিস্থিতি  বিরাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদফতরেও— এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে এই দুর্দশা আর থাকছে না। অবসরে যাওয়া প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীর পেনশন সঠিক সময়ে যদি নিষ্পত্তি না হয়, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের  জবাবদিহি  করতে হবে।

আরও পড়ুন: এসএসসি-এইচএসসির ক্লাস প্রতিদিন, বাকিদের সপ্তাহে একদিন

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘অবসরে যাওয়ার পর যাতে কোনও শিক্ষক বা কর্মকর্তাকে ঘুরতে না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে বা যার কারণে পেনশন পেতে দেরি হবে, তাকে জবাদিহির আওতায় আনা হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবসরের পর পেনশন দিতে দেরি করার কারণে দায়ীদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: সংসদে অটো পাস বিষয়ে শিক্ষা বিল পাস

সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ে সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পেনশন নিষ্পত্তি করতে হবে।  অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। পেনশন নিষ্পত্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মতামত চাইতে হবে। তবুও দেরি করা যাবে না।

অভিযোগ রয়েছে, সব কাগজপত্র ঠিক থাকলেও মাসের পর মাস পেনশনের ফাইল পড়ে থাকে প্রাথমিক শিক্ষা অধিদফতরে। যার তদবির করার সুযোগ রয়েছে, অথবা যিনি কর্মকর্তাদের ম্যানেজ করতে পারেন, তারা দ্রুত পেনশনের ফাইল নিষ্পত্তি করতে পারেন। তবে বেশিরভাগ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে দিনের পর দিন ঘুরতে হয়। সারাজীবন চাকরির পর প্রাথমিক শিক্ষা অধিদফতরে পেনশনের ফাইল নিষ্পত্তি করতে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা দিতে বলা হয়। আর যদি কোনও ধরনের জটিলতা থাকে, তাহলে পেনশন ফাইল নিষ্পত্তি করতে ঢাকায় যাতায়াত করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

অভিযোগ আছে, পেনশনের ফাইল নিষ্পত্তি করতে অবসরে যাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে প্রায়ই অধস্তন কর্মকর্তাদের সামনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়। অনুরোধ করলেও গুরুত্ব দেওয়া হয় না। তবে এসব কোনও অভিযোগই আর থাকবে না বলে জানায় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!