• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রাথমিকের জন্য নতুন সুসংবাদ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২১, ০২:৪৭ পিএম
প্রাথমিকের জন্য নতুন সুসংবাদ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দেশে ৬৬ হাজারের কিছু বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী বিনামূল্যে লেখাপড়া করছে। এর সঙ্গে শিক্ষার্থীদের বড় একটি অংশ ইংরেজি ভার্সনেও লেখাপড়া করছ। গড়ে দেড় থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন নেয় এসব বিদ্যালয়। তাই সবকিছু বিবেচনা করে সরকারি ইংরেজি ভার্সনের প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরো পড়ুন : সালিশ চলাকালে লাঠিপেটায় প্রাথমিক শিক্ষকের মৃত্যু

রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশের সব জেলার মধ্যে ইংরেজি ভার্সনের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করা হবে।

আরো পড়ুন : ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ পাবেন প্রাথমিকের শিক্ষকরা 

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের প্রত্যেক জেলায় একটি করে ইংরেজি ভার্সনের (মাধ্যম) সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়া করবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!