• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৮:০৮ পিএম
ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি (পাস ও সার্টিফিকেট কোর্স) দ্বিতীয় বর্ষের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। চলবে ২৩ মার্চ পর্যন্ত। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টায় পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১ হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!