• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার ১টার মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের যেসব তথ্য চেয়েছে সরকার


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৫:২০ পিএম
বৃহস্পতিবার ১টার মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের যেসব তথ্য চেয়েছে সরকার

ফাইল ছবি

ঢাকা : দেশের প্রতিটি জেলা থেকে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১টার মধ্যে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠাতে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

‘বঙ্গবন্ধু শিক্ষা বিমা’ বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। 

আরো পড়ুন : দ্রুত গেজেটভুক্ত হচ্ছে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

বুধবার (১৭ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি এবং অপারেশন) মনীষ চাকমা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

আরো পড়ুন : স্কুল খুললে যেভাবে প্রাথমিকের ক্লাস-পরীক্ষা

অফিস আদেশে বলা হয়, ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি জেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বাছাই করে শিক্ষার্থীদের তথ্য ই-মেইলে ([email protected]) আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা ১টার মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী পাঠাতে অনুরোধ করা হলো।

নির্ধারিত ছকে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, পিতা/অভিভাবকের নাম ও জন্ম তারিখ, পিতা/অভিভাবকের এনআইডি, পিতা/অভিভাবকের মোবাইল নম্বর, পিতা/অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর এবং শিক্ষার্থীর বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!