• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কর্মক্ষেত্রে দপ্তরীদের নিয়ন্ত্রণ করার ১০ উপায়


উজ্জ্বল প্রধান মে ৩০, ২০২১, ০৮:২৮ এএম
কর্মক্ষেত্রে দপ্তরীদের নিয়ন্ত্রণ করার ১০ উপায়

সরকারি চাকরিতে (প্রাথমিক শিক্ষায়) যোগদান করার পূর্বে আমি দুটো প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেছি.....তাই কর্মক্ষেত্রে দপ্তরীদের কর্মকান্ড খুব কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে.....পাশাপাশি অন্য স্কুলের সহকর্মীদের কাছ থেকেও তাদের কিছু হীন কর্মকান্ড সম্বন্ধে জেনেছি.....সে অভিজ্ঞতার আলোকে দপ্তরীদের নিয়ন্ত্রণ করার কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করছি---

(১) দপ্তরীকে দিয়ে শুধুমাত্র অফিসের কাজ করান। ভুলেও তাকে দিয়ে ব্যক্তিগত কাজ করাবেন না কারণ এতে সে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে সবার সামনে আপনার সাথে এমন সব অনাকাঙ্ক্ষিত আচরণ করে বসবে যাতে আপনি বিব্রত হবেন;  

(২) দপ্তরীর সাথে আচরণের সময় ব্যক্তিত্ব বজায় রাখুন। আপনার আচরণের মাধ্যমে আপনার এবং তার পদের তফাৎটা যেন তার সামনে স্পষ্ট হয়ে উঠে; 
(৩) দপ্তরীরা সাধারণত স্থানীয় প্রভাবশালীদের দ্বারা নিয়োগ পেয়ে থাকেন। একটু ভিন্নভাবে বললে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই দপ্তরীদের মাধ্যমেই স্কুলের ভেতরকার বিভিন্ন খবরাখবর পান এবং স্কুলের উপর তাদের পরোক্ষ নিয়ন্ত্রণ বজায় রাখেন। তাই দপ্তরীদের সামনে ব্যক্তিগত এবং স্কুলের অফিসিয়াল বিষয়ে কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন; 

(৪) স্কুলের কোন ক্লোজডোর মিটিং এ দপ্তরীদের প্রবেশাধিকার দেবেন না;

(৫) দপ্তরীদের একটা বাজে অভ্যাস হচ্ছে একজন টিচারের কথা আরেকজন টিচারকে লাগানো এবং সবার কাছে ভাল সেজে কিছু টাকা-পয়সা এবং সুযোগ-সুবিধা হাতিয়ে নেওয়া। দপ্তরীদের এই বদভ্যাসকে মোটেই প্রশ্রয় দেবেন না। যদি এরকম করে থাকেন, তাহলে দেখবেন আজ হোক বা কাল হোক, সে আপনি সহ আপনার স্কুলের সবার উপর কাঠাল ভেঙে খাচ্ছে;

(৬) আপনার সহকর্মীর সাথে আপনার সমস্যা আপনি নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে মিটিয়ে ফেলুন। ভুলেও আপনাদের সমস্যা মেটাতে দপ্তরীকে মধ্যস্থতাকারীর ভুমিকায় আসতে দেবেন না। কোন ব্যাপারে তাকে সাক্ষী মানবেন না; 

(৭) অফিসিয়াল প্রয়োজন ছাড়া দপ্তরীদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন কারণ সুযোগ পেলে সে আপনাকে জড়িয়ে বদনাম গাইতে একটুও কার্পণ্য করবে না। ম্যাডামরা এই ব্যাপারে বিশেষ সতর্কতা বজায় রাখুন; 

(৮) দপ্তরীদের কোন অন্যায় কাজ চোখে পড়লে সেটাকে প্রশ্রয় না দিয়ে সবাই একতাবদ্ধভাবে সেটা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিন। প্রয়োজনে শিক্ষা ও পুলিশ প্রশাসনের সাহায্য নিন। তা না হলে  ময়মনসিংহের গফরগাওয়ের মত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে; 

(৯) দপ্তরীদের কোন কান কথায় আপনার সহকর্মীর সাথে কোন ধরনের সংঘাত বা ভুল-বোঝাবুঝিতে যাবেন না। এরকম করলেন তো নিজেই নিজের কর্মক্ষেত্রকে নরক বানিয়ে ফেললেন;  

(১০) কিছু দপ্তরী আছে যারা দরিদ্রতার কারণে সামান্য কিছু টাকা বা সুযোগ সুবিধা পেলে যেকোন হীন কাজ করতে দুবার চিন্তা করে না। তার এই দারিদ্র্যকে পুজি করে একজন শিক্ষক আরেকজন শিক্ষককে শায়েস্তা করতে কখনো দপ্তরীদের ব্যবহার করবেন না। 

পরিশেষে বলব, ভাল-মন্দ সব পেশাতেই আছে। দপ্তরীদের মধ্যেও সবাই যে খারাপ তা কিন্তু নয়। কিন্তু সবক্ষেত্রে সতর্কতা, কৌশল ও আচরণগত ব্যক্তিত্বের বিকাশ জরুরী। আমাদের শিক্ষকদেরও সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকল প্রিয় ও শ্রদ্ধেয় সহকর্মী ম্যাডাম ও স্যারদের ধন্যবাদ।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!