• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

শিক্ষক-কর্মচারীদের টিকা নেয়া প্রায় শেষ, অপেক্ষা স্কুল খোলার 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২১, ২০২১, ০৯:৩১ পিএম
শিক্ষক-কর্মচারীদের টিকা নেয়া প্রায় শেষ, অপেক্ষা স্কুল খোলার 

ফাইল ছবি

ঢাকা: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীদের টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে প্রাথমিকের শিক্ষক-কর্মচারীদের টিকা কার্যক্রমে জোর দেওয়া হয়েছে। ইতোমধ্যে সারাদেশে প্রাথমিকের তিন লাখ তিন হাজার ৩১৯ জন শিক্ষক-কর্মচারী টিকা নিয়েছেন।যা শতকরা ৮৩ দশমিক ৭২ শতাংশ।

আরও পড়ুন: এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র ছাপার কাজ শেষ, নতুন নিয়মে হবে আসন বিন্যাস 

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, এখনও টিকার বাইরে আছেন ৬২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে অনেকেই নারী শিক্ষক। তাদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা, বুকের দুধ পান করাচ্ছেন এমন বা জটিল রোগে আক্রান্ত কিংবা কিংবা নিবন্ধন করেও টিকা নেওয়ার তারিখ পাননি। তবে যারা এখনও বাকি রয়েছেন, তারা দ্রুত সময়ের মধ্যে টিকা নিতে পারবেন।

আরও পড়ুন: অদম্য এক শিক্ষকের গল্প

ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষকের টিকা নিশ্চিত করা হবে। এ কারণে সবাইকে বাধ্যতামূলক টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাথমিকের প্রায় সবারই টিকা নেওয়া শেষ। যারা এখনও নিতে পারেননি, তাদের নানা সমস্যা রয়েছে।

এর আগে গত ২৮ জুলাই প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে ১১ আগস্টের মধ্যে করোনার টিকা নেওয়ার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সব পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুলের প্রধান শিক্ষক এখন চা দোকানদার

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর সারাদেশের প্রাথমিক স্কুলে কর্মরত মোট এক হাজার ৮৫৭ শিক্ষক-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৩৮৩ জন সুস্থ হলেও ৫৩ জনের মৃত্যু হয়েছে। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!