• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

স্কুলের সামনে জটলা না করার আহ্বান প্রতিমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০২১, ০১:৩০ পিএম
স্কুলের সামনে জটলা না করার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন অভিভাবদের স্কুলের সামনে জটলা না করার আহ্বান জানান। ছবি : সংগৃহীত

ঢাকা : শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অভিভাবকদের জটলা না করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণের ঝুঁকি এখন যায়নি। তাই অভিভাবকদের আহ্বান করছি স্কুলের সামনে অযথা ভিড় করবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছেন আপনারাও মেনে চলুন।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

জাকির হোসেন বলেন, দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা উচ্ছ্বাসে আছে। শিক্ষার্থীরা শারীরিক দূরত্ব মেনে পাঠদানে অংশ নিচ্ছে। তারা নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে, মাস্ক পরেছে। সেইসঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হ্যান্ড থার্মাল দিয়ে তাপমাত্রা মেপে দেখছেন।

তিনি বলেন, আজকের পরিবেশ দেখে নিজের কাছেই ভালো লাগছে, মনে হচ্ছে সেই পুরনো পরিবেশ ফিরে এসেছে। তবে আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও বন্যাকবলিত এলাকায় কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেগুলো চালুর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করা হয়েছে। আমাদের টিম মনিটরিংয়ে আছে। এছাড়া শিক্ষার্থীদের আমরা কাউন্সিলিং করছি, নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কারের জন্য।

প্রাথমিক বিদ্যালয়টির ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখেই পাঠদানে অংশ নেয় শিক্ষার্থীরা। তবে স্কুলের বাইরে অভিভাবকদের বড় ধরনের জটলা ছিল। এই জটলা দেখে প্রতিমন্ত্রী অভিভাবকদের স্কুলের সামনে অযথা ভিড় না করার আহ্বান জানান।

এসময় মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানমসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!