• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

পিইসি-জেএসসি পরীক্ষা থাকছে না


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৩:৪৫ পিএম
পিইসি-জেএসসি পরীক্ষা থাকছে না

ঢাকা: দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি জানিয়েছেন, এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা হবে না।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানিয়েছেন, ২০২৩ সাল থেকে দেশে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) থাকবে না। একইসঙ্গে এইচএসসির ফল হবে একাদশ এবং দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে।এইচএসসির নাম ও গ্রেডিং সিস্টেমও পরিবর্তন হতে পারে।

এছাড়া নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের মতো বিভাজন থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।থাকবে না তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষাও।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!