• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

কৃষ্ণচূড়ার কফিন নিয়ে শিক্ষার্থীদের মিছিল


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:৫০ পিএম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের পাশে একটি পুরনো কৃষ্ণচূড়া গাছ কাটার প্রতিবাদে গাছের একটি অংশকে কাফনে মুড়িয়ে প্রতীকী কফিন বানিয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে কৃষ্ণচূড়া গাছটি কাটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নিন্দা জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন কাঠ ব্যবসায়ী। তারা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, হাজারও ইতিহাসের সাক্ষী ৭০ বছরের পুরনো গাছ কেটে কাঠ বিক্রি করবেন। আমরা দাবি জানাই, এই গাছের বদলে যেন একশ’ গাছ লাগানো হয়। আর এই কাঠ বিক্রি না করে যেন চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীদের ব্যবহার করতে দেওয়া হয়। কাজের জন্য আমাদের শিক্ষার্থীরা বাইরে থেকে কাঠ কিনে আনেন।

মিছিল শেষে শিক্ষার্থীরা গাছের কফিন সম্বলিত গাছের গুঁড়িটি উপাচার্যের বাসভবনের ফটকের সামনে রেখে আসেন। মিছিলের আগে তারা পুরনো গাছের স্থলে ফুলসহ নতুন একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!