• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রাথমিক শিক্ষক নিয়োগ: সবচেয়ে বেশি আবেদন ঢাকা বিভাগে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০২১, ১২:০৯ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ: সবচেয়ে বেশি আবেদন ঢাকা বিভাগে

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে সবচেয়ে বেশি আবেদন করেছেন ঢাকা বিভাগের চাকরি প্রার্থীরা। এই বিভাগের দুই লাখ ৪০ হাজার ৬১৯ জন প্রার্থী আবেদন করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদনের সংখ্যায় ঢাকা বিভাগের পরেই রয়েছে রাজশাহী। এই বিভাগের ২ লাখ ১০ হাজার ৪৩০ জন আবেদন করেছেন। এর পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এই বিভাগের ১ লাখ ৯৯ হাজার ২৩৬ জন আবেদন করেছেন।

সূত্র জানায়, রংপুর বিভাগ বিভাগের ১ লাখ ৯৬ হাজার ১৬৬ জন আবেদন করেছেন। খুলনা অঞ্চল থেকে ১ লাখ ৭৮ হাজার ৮০৩ জন আবেদন করেছেন। ময়মনসিংহের এক লাখ ১২ হাজার ২৫৬ জন আবেদন করেছেন। বরিশালে ১ লাখ ৯ হাজার ৩৪৪ জন এবং সিলেট বিভাগে ৬২ হাজার ৬০৭ জন আবেদন করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই’র সহকারী পরিচালক (নিয়োগ) হিসেবে কর্মরত সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তার জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ। ৩২ হাজার ৫৭৭ পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের তোড়জোড় শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি বছর এই পরীক্ষা আয়োজনের সম্ভাবনা না থাকলেও আগামী বছরের মে অথবা জুন মাসে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ডিপিই।

এ প্রসঙ্গে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। ইতোমধ্যে ওএমআর শিট তৈরির কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে পরীক্ষা নেওয়া হতে পারে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!