• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

চলতি মাসেই ১৬তম শিক্ষক নিবন্ধনের ফল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২১, ১১:২৩ পিএম
চলতি মাসেই ১৬তম শিক্ষক নিবন্ধনের ফল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

ঢাকা : চলতি মাসেই প্রকাশ করা হবে ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল। এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ- ‘এনটিআরসি’।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) এনটিআরসি সচিব মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

তিনি বলেন, ‘চলতি মাসেই প্রকাশ করা হবে ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল। আশা করছি, ১৫ অক্টোবরের পর যে কোনো দিন এ ফল প্রকাশ করা হবে।’

১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেয়া হয় ২০১৯ সালের ২৩ মে। পরে প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর।

আরও পড়ুন : পিইসি পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ করা হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর ২ ডিসেম্বর ভাইভা নেয়া শুরু হয়।

আরও পড়ুন : ৩৫ বছর চাকরি জীবনে একদিনও ছুটি নেননি এই শিক্ষক

করোনার কারণে দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে গত ৩ এপ্রিল ভাইবা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এরপর গত ২৪ আগষ্ট স্থগিত ভাইবা নেয়া শুরু হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!