• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

লাল সবুজের আলোয় আলোকিত জাককানইবি 


জাককানইবি প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০২১, ০৪:১৪ পিএম
লাল সবুজের আলোয় আলোকিত জাককানইবি 

ছবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাককানইবি : স্বাধীনতার অর্ধশতবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাজে সেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছরে পদার্পন করছে বাংলাদেশ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চির উন্নত মম শির, নজরুল ভাস্কর্য,জয় বাংলা ভাস্কর্য, প্রশাসনিক ভবন, কলা ভবন সহ সমগ্র ক্যাম্পাস আলোয় আলোকিত হয়ে উঠেছে।

স্বাধীনতার অর্ধশতবর্ষ পূর্তির অনুভূতি সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী শাকিল বাবু বলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব মহান শহীদ মুক্তিযোদ্ধাদের যাদের কারণে আজকে আমরা স্বাধীন একটি জাতি, একটি রাষ্ট্র পেয়েছি। আমরা সোনার বাংলাদেশ পেয়েছি।স্বাধীনতার এই অর্ধশত বছরে পদার্পণ করেছি আমরা। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশকে আমরা পেয়েছি।আমি চাই আমাদের এই দেশ বিশ্ব দরবারে যেন মাথা উচু করে দাঁড়াতে পারে।’


অন্যদিকে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আরশেদ আবির বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের জন্য অসম্ভব আনন্দের বিষয়। কিন্তু এই স্বাধীনতা আমরা কতটুক ধরে রাখতে পারছি সেটাই এখন দেখার বিষয়।’

দর্শন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ইকো ইমতিয়াজ বলেন, ‘লাল সবুজের পতাকাটাই আমাদের পরিচয়। অনেক সংগ্রামের বিনিময়ে যাঁরা এই পতাকা এনে দিয়েছিলেন, তাঁরাই নতুনদের মাঝে এই পরিচয়কে এগিয়ে নেবার সাহস যোগান।’

প্রজন্ম থেকে প্রজন্মে এই অনুপ্রেরণা বুকে ধারণ করে এগিয়ে যাবো আমরা সম্ভাবনার নতুন শিখরে। বিজয়ের দিনে দর্শন বিভাগ, জাককানইবি এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!