• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

দপ্তরী কাম প্রহরীদের বেতন সংক্রান্ত পরিপত্র জারি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৩:০৮ পিএম
দপ্তরী কাম প্রহরীদের বেতন সংক্রান্ত পরিপত্র জারি

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের সেবামূল্য প্রদানে জটিলতা নিরসনের নির্দেশ দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এবিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী পদটি আউটসোর্সিং পদ। নীতিমালা অনুযায়ী এটি কোনো সরকারী বেদতধারী চাকরি বা পদ নয়। এসব কর্মীদের সেবামূল্য চুক্তি দ্বারা নির্ধারিত। তাই যতদিন কাজ করবেন ততদিন সেবামূল্য চুক্তি মোতাবেক প্রাপ্য হবেন। এ ক্ষেত্রে মামলা বা অন্য কোনো কারণে কাজ বা সেবা না দিয়ে থাকলে সেবামূল্য দেয়ার কোনো সুযোগ নেই। চুক্তি অনুসারে প্রকৃত সেবাদানের তারিখ হতে যে কয়দিন সেবা দিয়েছেন সে কয়দিনের সেবামূল্য পাবেন। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের সেবামূল্য প্রদানে বিভান্তি দূর করার জন্য এবং সেবামূল্য প্রদানে জটিলতা নিরসনের জন্য নির্দেশক্রমে অবহিত করা হলো।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!