• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

১৯৩৭ সহকারী শিক্ষকের বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল চেয়ে আবেদন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২২, ০২:৪৭ পিএম
১৯৩৭ সহকারী শিক্ষকের বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল চেয়ে আবেদন

ঢাকা: ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত ১৯৩৭ জন সহকারী শিক্ষকদের ২০০৯ সালের পে স্কেল অনুযায়ী বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের আবেদন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক বরাবর রোববার (২৭ মার্চ) এ আবেদনে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষককে দেয়া শোকজ নোটিশে ১৯টি ভুল!

এতে বলা হয়েছে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ ২০১১/২০১২ সালে ১০ম গ্রেডে (২য় শ্রেণির পদ) নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যাবধি অত্যন্ত নিষ্ঠার সাথে চাকুরীর সমস্ত শর্ত ও বিধি-বিধান মেনে চাকুরী করে আসছি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অনুমোদিত সরকারি কর্মচারীদের প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ

বিগত ১৫/০৫/২০১২ তারিখে বেতন গ্রেড় অপরিবর্তিত রেখে আমাদের পদটিকে তৃতীয় শ্রেণি হতে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। জাতীয় বেতন স্কেল ২০০৯-এ তৃতীয় শ্রেণির কর্মচারীদের চাকরির ৮, ১২ ও ১৫ বছর পূর্তিতে ১ম, ২য় ও ৩য় এটি টাইম স্কেল প্রাপ্তির সুযোগ এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের চাকরির ৪, ৮, ও ১২ বছর পূর্তীতে যথাক্রমে ১টি সিলেকশন গ্রেড এবং ১ম ও ২য় টাইম স্কেল প্রাপ্তির বিধান রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ২০০৯ সনের পে স্কেল অনুযায়ী ২০১৫/২০১৬ সনে ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড ও ২০১৯/২০২০ সনে ৮ বছর পূর্তিতে ১ম টাইমস্কেল প্রাপ্য হলেও অদ্যবিধি আমরা এসকল সুবিধা পাইনি। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের স্বারক নং-অম/অধি (বান্তঃ-9) চট্রবন্দর-৪০/৯১-১৯(৫০০)তারিখঃ ২২/০৩/১৯৯৯৫ এ যে সকল অফিসে নিম্নপদ ও উচ্চ পদের বেতন স্কেল এক সে সব ক্ষেত্রে উভয় পদের চাকরির মেয়াদের সমষ্টির ভিত্তিতে উচ্চতর স্কেল (টাইম স্কেল) প্রদানের কথা বলা আছে (সংলাগ-১)। 'তাই উক্ত আদেশ অনুযায়ী সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণি” ও “সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেণি এ দুটি পদের চাকুরীকালের সমষ্টির ভিত্তিতে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে আমরা নিন্মোক্ত ভাবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পাওয়ার হকদার। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে আমরা ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত ২০১১ ও ২০১২ সালে যোগদানকৃত শিক্ষকগণ ২০০৯ সালের পে-স্কেল এর ৭(১) ও (২) অনুযায়ী ৪ বছর (২০১৫/২০১৬ সাল) পূর্তিতে সিলেকশন গ্রেড ও ৮ বছর (২০১৯/২০২০সাল) পূর্তিতে ১ম টাইম স্কেল প্রাপ্য।

আরও পড়ুন: মহাসমাবেশ স্থগিত, কর্মচারীদের পদবী পরিবর্তন ও নিয়োগবিধি প্রণয়নে সভা আহ্বান

উল্লেখ্য অন্যান্য মন্ত্রণালয়ের ১০ম গ্রেডের কর্মকর্তাগণ এসকল সুবিধাসমূহ পেয়েছেন। (সংলাগ-২) 

উল্লেখ্য প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান শিক্ষক পদটি ০৯/০৩/২০১৪ ইং তারিখে দ্বিতীয় শ্রেণিতে উন্নিত হওয়ায় মহামান্য হাইকোর্ট (রিট পিটিশন নং- ৩২১৪/২০১৮ ) ও আপিল বিভাগের (মামলা নং-৩৫৬৪/২০১৯ ) এর চুড়ান্ত রায়ে জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী প্রধান শিক্ষকগণকে ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড, ৮ বছর পূর্তিতে ১ম টাইমস্কেল ও ১২ বছর পূর্তিতে ২য় টাইমস্কেল প্রদানের নির্দেশনে দেয়া হয়। সংলাগ-৩)

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে অসহায় কর্মচারীদের আকুতি

অতএব মহোদয়ের সমীপে বিনীত প্রর্থণা, বিষয়টি বিবেচনা করে আমাদের বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে বাধিত করতে আজ্ঞা হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!