• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
প্রাথমিকে শিক্ষক নিয়োগ

এক পদের বিপরীতে প্রার্থী ২৯ জন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২২, ০৯:৩৭ পিএম
এক পদের বিপরীতে প্রার্থী ২৯ জন

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রথম ধাপের পরীক্ষা হবে আগামী ২২ এপ্রিল।

রোববার (১৭ এপ্রিল) থেকে প্রথম ধাপের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মোট প্রার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। সে হিসেবে এক পদের বিপরীতে প্রার্থী ২৯ জন। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০২০ সালের ২৫ অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়।

প্রথম ধাপে ২২ জেলায় পরীক্ষা নেওয়া হবে। আবেদনকারী প্রার্থীরা নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পারবেন। দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ৩ জুন হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেভাবে ডাউনলোড করবেন প্রবেশপত্র: প্রার্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল ফোন নম্বরে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের মেসেজ পাঠানো হবে। প্রথম ধাপে যারা পরীক্ষা দেবেন তারা আগামী ১৭ এপ্রিল (রোববার) থেকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে (https://admit.dpe.gov.bd/) ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

এছাড়া, এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়েও লগইন করে প্রবেশপত্র পাওয়া যাবে। এই (https://admit.dpe.gov.bd/) ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরীক্ষাকেন্দ্রে প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশপত্রে দেওয়া থাকবে।

প্রথম ধাপে যেসব জেলায় পরীক্ষা হবে: আগামী ২২ এপ্রিল যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মাদারীপুর, মুন্সীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, লালমনিরহাট ও মৌলভীবাজার।

যেসব জেলার কিছু উপজেলায় পরীক্ষা হবে, সেগুলো হলো—যশোরের ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা, ময়মনসিংহের ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট ও ঈশ্বরগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ ও কাজীপুর, নেত্রকোনার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা ও কেন্দুয়া, টাঙ্গাইলের সদর, ভুয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ী, ঘাটাইল ও গোপালপুর, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ ও কটিয়াদী, কুমিল্লার বরুড়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা ও দাউদকান্দি এবং নোয়াখালীর কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমুড়ী ও সুবর্ণচর।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!