• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী পাবে প্রাথমিকের বৃত্তি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩, ২০২৩, ১১:৩০ এএম
সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী পাবে প্রাথমিকের বৃত্তি

পরীক্ষা দিচ্ছেন একজন শিক্ষার্থী। ফাইল ছবি

ঢাকা :  প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে গত ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষার ফলের মাধ্যমে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। চলতি মাসেই এর ফল প্রকাশ করা হবে।

সোমবার (২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী এবার ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবে।

২০১০ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়। এরপরই বন্ধ হয়ে যায় পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। তবে দীর্ঘ ১৩ বছর পর আবারো প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!