• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেষ হলো সাত কলেজের ভর্তি পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক  জুন ১৬, ২০২৩, ০৭:৫৮ পিএম
শেষ হলো সাত কলেজের ভর্তি পরীক্ষা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ঢাকার ১৪টি কেন্দ্রে একযোগে ৩৭ হাজার ২৮২ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়েছেন।

শুক্রবার (১৬ জুন) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শুরু হল সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। 

পরীক্ষার প্রশ্ন কেমন ছিল জানতে  চাইলে এক পরীক্ষার্থী জানায়, প্রশ্ন মোটামুটি সহজ  ছিল তবে ইংরেজি বিষয়ে বেশি কঠিন হয়েছে।

তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ পরীক্ষার মধ্যদিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭টি কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ,  কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ- এর কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন।

সোনালীনিউজ/এম

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!