• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

৭ দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০২৩, ০২:৩৯ পিএম
৭ দফা দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা: সাত দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা। পরে বেলা সোয়া ১২টা নাগাদ প্রায় ১০ জনের মতো শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান।

এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। 

সাত কলেজ শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হচ্ছে-

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

২.যে সব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশ নেওয়ার পর জানতে পেরেছেন নন-প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩. সব বিষয়ে পাস করার পরও শিক্ষার্থীরা সিজিপিএ শর্তের জন্য নন প্রোমোটেড হচ্ছেন। সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

৪. বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। সর্বোচ্চ তিন মাস (৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে।

৫. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক অভিভাবক কে/কারা? কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে? তা ঠিক করে দিতে হবে।

৬. একাডেমিক ক্যালেন্ডার প্রনয়ণ ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!