• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

২০২৪ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২৩, ০১:৩৩ পিএম
২০২৪ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

ঢাকা : আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে শিক্ষাবোর্ড। এর মধ্যে এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। আর জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ সংক্রান্ত নোটিশ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষা হবে ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী। তবে এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।

আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসের নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

উল্লেখ্য, ২০২০ সালে মার্চে করোনা সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে বন্ধের ফলে পরীক্ষার সময়সূচি ওলট-পালট হয়ে গেছে। আগামী বছর থেকে এসএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ে ফিরছে। তবে এইচএসসি পরীক্ষা হবে আগামী বছরেও স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা দেরিতে হচ্ছে।

এমটিআই

Wordbridge School
Link copied!