• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধুর পক্ষে ‘ড. অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী


ঢাবি প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৩, ০১:১৮ পিএম
বঙ্গবন্ধুর পক্ষে ‘ড. অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ড. অব লজ' (মরণোত্তর) ডিগ্রি প্রধান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এটি গ্রহণ করেছেন তাঁর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত বিশেষ সমাবর্তন থেকে সম্মাননা সূচনা এই ডিগ্রি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর কন্যা।

এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ড. অব লজ' ডিগ্রি প্রদান করতে পেরে গর্ববোধ করছে। নিশ্চিতভাবে এই মুহূর্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এর আগে বেলা ১১টায় সমাবর্তন বক্তা হিসেবে সমাবেশস্থল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টায় সমাবেশস্থলে উপস্থিত হন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন, শিক্ষামন্ত্রী দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এছাড়া নির্ধারিত সময়ে সমাবেশস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ এবং অতিথিরা।

জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ সমাবর্তন অনুষ্ঠান। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ধারাবাহিকভাবে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠ করা হয় অনুষ্ঠানে।

এমএস

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!