• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৯ নভেম্বর 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৩, ০৩:৩২ পিএম
১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৯ নভেম্বর 

সংগৃহীত ছবি

ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শনিবার (০৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আবেদনের পর প্রার্থীদের প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের।

এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১। ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা পড়বে। এরপর লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত নিজ নিজ বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে।

নিবন্ধন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন। এনটিআরসিএ ওয়েবসাইটে (http://www.ntrca.gov.bd) বিজ্ঞপ্তি পাওয়া যাবে। আবেদনের ওয়েবসাইট (http://ntrca.teletalk.com.bd)।

ওয়াইএ

Wordbridge School
Link copied!