• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি


ঢাকা (গাজীপুর) প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০২৪, ০৬:৫৮ পিএম
মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি

ছবি প্রতিনিধি

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি বিভাগের শেষ পর্বের পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) থেকে জানা যাবে।

ওয়াইএ 

Wordbridge School
Link copied!