Menu
ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষাবোর্ড। বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র অনুযায়ী কলেজের তালিকা দেওয়া হয়েছে।
যদিও চলতি বছরের এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে- তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ৩০ জুন পরীক্ষা শুরু হতে পারে।
সাধারণত এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু করোনার প্রভাবে শিক্ষাসূচি এলোমেলো হওয়ায় এবারো পরীক্ষা পেছানো হচ্ছে।
জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।
কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT