• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২৪, ০৪:৫২ পিএম
শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

ঢাকা: ঈদ এবং গরমের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার (২৮ এপ্রিল)। একইসঙ্গে আবহাওয়া স্বাভাবিক হলে আগামী ৪ মে থেকে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালু রাখা হবে। মাধ্যমিকের সঙ্গে মিল রেখে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়েও ক্লাস চলবে। তবে মাধ্যমিকের সঙ্গে মিল রেখে শনিবার প্রাথমিক বিদ্যালয় খুলছে না। অর্থাৎ শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়।

শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহারের সই করা অফিস আদেশে তীব্র তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে কোনো তথ্য নেই।

এবিষয়ে উপসচিব আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, নির্দেশনায় শনিবার খোলার বিষয়ে যেহেতু কিছু বলা নেই, মানে শনিবার বন্ধ থাকবে।‌

ছুটির বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, শনিবারের ছুটি বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত বন্ধ, এটা বলা যায়।

আইএ

Wordbridge School
Link copied!