• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ৩০, ২০২৪, ০৪:০৮ পিএম
বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি সংগৃহীত

ঢাকা: আদালতের নির্দেশনায় আগামী বৃহস্পতিবার (২ মে) সারা দেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে, সুনির্দিষ্টভাবে অবগত নেই। সংবাদমাধ্যমে দেখেছি। আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। এই মুহূর্তে মন্তব্য করবো না। তবে নীরবতাটা সম্মতির লক্ষণ (আদালতের আদেশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ)। 

রমজান, ঈদুল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে সাতদিনসহ মোট ১ মাস ৩ দিনের ছুটি শেষে রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিল। কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি সেসব এলাকার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার নতুন করে ২৭ জেলার স্কুল-মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে সোমবার তীব্র গরমের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মদ্রাসা বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট।হাইকোর্টের আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান। ওইদিন শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হবে?

সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। 

আইএ

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!