• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

প্রাথমিক বিদ্যালয় নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক  মে ৬, ২০২৪, ০৪:৫৬ পিএম
প্রাথমিক বিদ্যালয় নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহের শ্রেণিকার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে।

তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ২৮ এপ্রিল থেকে খুলে দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়। তবে ক্লাসের সময় কমিয়ে আনা ও অ্যাসেম্বলি বন্ধ রাখা হয়। নতুন নির্দেশনার ফলে অ্যাসেম্বলিসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।

এমএস

Wordbridge School
Link copied!