• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ক্যান্সার আক্রান্ত ডিপ্লোমা প্রকৌশলীর চিকিৎসায় নগদ অর্থ ও চেক হস্তান্তর


নিজস্ব প্রতিনিধি মে ৭, ২০২৪, ০৩:৩৬ পিএম
ক্যান্সার আক্রান্ত ডিপ্লোমা প্রকৌশলীর চিকিৎসায় নগদ অর্থ ও চেক হস্তান্তর

ঢাকা: দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ডিপ্লোমা প্রকৌশলী অনুপ কুমার পালের চিকিৎসায় নগদ অর্থ ও চেক হস্তান্তর করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

‘বাঁচতে চায় অনুপ কুমার পাল’ এ শ্লোগানকে সামনে রেখের ধারাবাহিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ৪ মে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ সহায়তা প্রদান করা হয়। 

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. খবির হোসেন।   

অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল ইসলাম লিখনের সঞ্চলনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী নজরুল ইসলাম। 

উপস্থিত অ্যালামনাইদের মধ্যে মো. আখেরুজ্জামান (ব্যাচ ১৯৮৬), শরিফুল ইমাম (ব্যাচ-১৯৮৮), বেলায়েত হোসেন (ব্যাচ-১৯৮৯), রেজাউল আমীন (ব্যাচ-১৯৮৯), পুলক কুমার বসু (ব্যাচ-১৯৮৯), কামরুল আলম (ব্যাচ-১৯৮৯), মো. বদিউজ্জামান মিয়া (ব্যাচ-১৯৯২), মো. মাসুদ মোল্লা (ব্যাচ-১৯৯৪) সহ অ্যাসোসিয়েশনের তরুণ সংগঠকরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি এ কে এম এ হামিদ তার বক্তব্যে এই ধরণের কল্যাণমূলক কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানান এবং একজন সাধারণ দরিদ্র পিতার সন্তান ক্যান্সারে আক্রান্ত অনুপ কুমার পালের চিকিৎসা সহায়তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেন। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরো বেগবান করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানের এক পর্যায়ে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র ২০২২ সালে পাশকৃত অনুপ কুমার পালের পরিবারের হাতে চেক এবং নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!