Menu
রংপুর: বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ দিতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনায় মিঠাপুকুর উপজেলার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের নতুন কুঁড়ি আইডিয়াল স্কুল প্রাঙ্গণে ক্ষুদে বিজ্ঞানী ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে ) নতুন কুঁড়ি আইডিয়াল স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন তুলে ধরেন।
বিজ্ঞান মেলার প্রধান আকর্ষণ ছিলো বিভিন্ন ধরনের জানা-অজানা গাছের সমাহার। এছাড়াও ছিল ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার করা বিভিন্ন প্রজেক্ট। ক্ষুদে বিজ্ঞানীরা আদর্শ বাড়ি, সৌরজগতের মডেল, পানি চক্র, গ্লোবাল ওয়ারমিং, রেইন ডিরেক্টর সহ পদার্থ বিজ্ঞান ও রসায়নের বিভিন্ন কলাকৌশল তুলে ধরেন।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ২৩ মিঠাপুকুর ৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন সরকার।
তিনি বলেন, এই ধরনের বিজ্ঞান মেলা প্রতিটি স্কুলে হলে শিক্ষার্থীরা তাদের নিজের হাতের কাজ এবং তারা কিছু শিখতে পারবে। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিতে এই মেলা প্রশংসনীয় উদ্যোগ।
নতুন কুঁড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, বিভিন্ন রকম গাছের সমাহার আমাদের বিজ্ঞান মেলার প্রধান আকর্ষণ। এসব গাছ তিনি নিজে হাতে চারা করে এবং বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছেন। বিভিন্ন রকম বনসাই গাছসহ নানা ধরনের গাছ আছে এই মেলায়। এগুলোর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের চিন্তা ধারা তুলে ধরাই এ মেলার উদ্দেশ্যে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT