• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ ইউজিসির


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২৪, ০৬:৪৭ পিএম
আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ ইউজিসির

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (১১ জুলাই) ইউজিসি সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সব প্রতিবাদকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রক্টর ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে আশা করেন আদালত।

এতে আরও বলা হয়, স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবেন। 

এর আগে প্রধান বিচারপতি এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তা উপেক্ষা করেই আবারও মাঠে নেমেছেন আন্দোলনকারীরা।

আইএ

Wordbridge School
Link copied!