• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

এবার ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার‍‍’ স্লোগানে মিছিল বুয়েট শিক্ষার্থীদের


ঢাবি প্রতিনিধি  জুলাই ১৫, ২০২৪, ০৬:৪৬ এএম
এবার ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার‍‍’ স্লোগানে মিছিল বুয়েট শিক্ষার্থীদের

ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর 'তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার' স্লোগানে ক্যাম্পাসে মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে বুয়েট শহীদ মিনার থেকে মিছিল নিয়ে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন বুয়েটের কয়েকশ শিক্ষার্থী।

এসময় তারা, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কোটা না মেধা, মেধা মেধা, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ স্লোগান দেন, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে স্লোগান দেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব স্লোগানে রাত ১টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করেন। বিভিন্ন হলের কয়েক হাজার শিক্ষার্থী রাজু ভাস্কর্য এবং ভিসি চত্বরে অবস্থান নেয়। ছাত্রীদের কয়েকটি হল থেকে হল গেটের তালা ভেঙ্গে বের হয়ে আসেন। ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগ এবং মধুর ক্যান্টিনে অবস্থান নিলেও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

এমটিআই

Wordbridge School
Link copied!