• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মুখে কালো কাপড় বেধে বাকৃবি শিক্ষকদের প্রতিবাদ


বাকৃবি প্রতিনিধি জুলাই ১৮, ২০২৪, ০১:২৮ পিএম
মুখে কালো কাপড় বেধে বাকৃবি শিক্ষকদের প্রতিবাদ

ছবি : প্রতিনিধি

ঢাকা: সারাদেশে ছাত্র নির্যাতন এবং হত্যার প্রতিবাদে নিজেদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিবেকবান সাধারণ শিক্ষক উল্লেখ করে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল এবং বিজয় একাত্তর ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কিছু শিক্ষক। বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষকগণ ওই মিছিলে অংশগ্রহণ করেন। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কৃষি অনুষদের করিডোর থেকে ওই মৌন মিছিল শুরু হয়ে 'বিজয় একাত্তর' ভাস্কর্যের সামনের চত্ত্বরে যেয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। 

এসময় শিক্ষকরা বলেন, ছাত্ররা আমাদের আন্দোলনে সহযোগিতা করেছিল কিন্তু আমরা তাদের সহযোগিতা করতে পারি নি। এজন্য আমরা দুঃখিত। আমরা সাধারণ শিক্ষকরা ক্লাস শুরু হওয়ার পরে যাতে আবার শিরদাঁড়া শক্ত করে দাড়াতে পারি তার জন্য আজকে আমরা এই রোদের মধ্যে এসে দাড়িয়েছি। সবাই শিরদাঁড়া সোজা করেন বুলেট চলবেই তার মধ্যে লড়াই থাকবেই। মনে রাখবেন ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা আজ বেঁচে আছি। 

এসআই

Wordbridge School
Link copied!